কবিতার শিরোনাম সুর তুলেছে প্রাণে কলমে রিপন শিকদার

 

কবিতার শিরোনাম   সুর তুলেছে প্রাণে
কলমে     রিপন     শিকদার 



   তারিখ ২৯/১০/২৫


   প্রিয় বেশি কিছু বলতে চাইনি


   লজ্জায় মরি পারিনি বলতে, 


   তুমি প্রতিদিন রাতে এসো, মধ্যরাতে স্বপনে 


   তুমি নতুন সুর তুলেছে প্রাণে। 


   তোমার ডাকার ডাগর চোখ দুটি কথা বলে 


   অধর দুটি কাপিয়া উঠে, কি যেন বলতে চায়, 


   তোমার জ্বরতা থাকার তো কথা নয় 


   কথার পৃষ্ঠে কথা বলতে মন চায়। 


   প্রিয় বেশি কিছু বলতে চাইনি 


   আমার জীবন মরণ যে তোমার হাতে, 


   মনের মাঝে যে স্বপ্ন আছে 


   মনের কথা প্রকাশ করতে পারিনি তোমার কাছে। 


   স্বপ্ন কি স্বপ্ন হয়ে থাকবে 


   মধুক্ষণ আসবে না জীবনে, 


   বাবুই পাখির মতো ছোট্ট বাসা গড়তে চাই 


   তেমন করে, বাবুই পাখির মত পেতে চাই জীবনে। 


   বৃষ্টি যেমন সুর তুলে 


   তুমি সুর তুলেছে মনেতে, 


   সুর কে বাস্তব কর তুমি 


   ভোরের জমিন আলোকিত করে এসো জীবনে।

إرسال تعليق

0 تعليقات